ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

আলী হোসেন হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪০, ২৯ নভেম্বর ২০১৮

সাবেক কলেজ শিক্ষক আলী হোসেন মালিক হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আল মামুন দুই বছর আগের এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।    

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি গৃহপরিচারক সায়েদ ফকির ওরফে সাইফুল এবং মো. সুজন রায়ের সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি একটি ধারায় ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে দুই আসামির।

হত্যায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার আরেক আসামি গাড়িচালক মাসুদ মল্লিককে বিচারক খালাস দিয়েছেন।

আলী হোসেন মালিক অবসরে যাওয়ার আগে রাজধানীর সোহরাওয়ার্দী কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন। তার আগে ইডেন মহিলা কলেজসহ বিভিন্ন কলেজে তিনি অধ্যাপনা করেন।

অর্থ আত্মসাতের উদ্দেশ্যে ২০১৬ সালের ১১ অক্টোবর বনানী ডিওএইচএসের বাসায় খুন হন আলী হোসেন। হাত-পা বেঁধে ছুরি মেরে তাকে হত্যা করা হয়।

ঘটনার পর আলী হোসেনের ছেলে মো. সেয়াম মালিক ভাষানটেক থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তে নেমে র‌্যাব আলী হোসেনের কর্মচারী সাইফুল ও সুজনকে ১ লাখ ২৭ হাজার ৮৩২ টাকাসহ গ্রেপ্তার করে।

আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারা বলেন, ওই টাকা তারা আলী হোসেনকে হত্যার পর লুট করেছিলেন।

তদন্ত শেষে পুলিশ তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। এরপর ২০১৭ সালের ১১ জুন অভিযোগ গঠন করে আসামিদের বিচার শুরু করেন বিচারক।

এসি  

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি